মিশন ও ভিশন
ভিশন মিশন
ভিশন
সমন্বিত শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বিনির্মাণ এবং আই. সি. টি.র মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়ন।
মিশন
মানসম্পন্ন শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বিনির্মাণ, ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা, আই. সি. টি. শিক্ষা প্রসারের মাধ্যমে জাতীয় উন্নয়নে তথ্য ও তথ্যনির্ভর পরিকল্পনা নিশ্চিত করা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা।
লক্ষ্য ও উদ্দেশ্য
- জাতীয় পর্যায়ে শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণ, সংকলন, সরবরাহ ও প্রচার করা।
- দেশে শিক্ষা শুমারি, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় জরিপসহ নানা ধরনের বিশ্লেষণধর্মী তথ্যের জন্য জনমত জরিপ করা।
- শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রতিষ্ঠানের অবকাঠামোসহ অন্যান্য তথ্যের ডাটাবেইস প্রণয়ন ও Education GIS (School Mapping) এর মাধ্যমে ডাটা ওয়্যার হাউসকে সমৃদ্ধ করা।
- শিক্ষাতথ্য বিশ্লেষণের মাধ্যমে শিক্ষা পরিকল্পনা ও মূলনীতি প্রণয়নকারী সংস্থাসমূহে হালনাগাদ তথ্য সরবরাহ নিশ্চিত করা।
- জাতীয় পর্যায়ে একটি বিশেষায়িত ডিজিটাল লাইব্রেরি পরিচালনা করা।
- শিক্ষাক্ষেত্রে সকল ধরনের শিক্ষা সংক্রান্ত ডকুমেন্ট সংগ্রহ করে একটি শিক্ষা বিষয়ক জাতীয় ডকুমেন্টেশন সেন্টার পরিচালনা করা।
- শিক্ষা ক্ষেত্রে সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (আই.ই.আই.এম.এস.) প্রতিষ্ঠা করা এবং এর Focal Point হিসেবে কাজ করা।
- বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় নিয়মিত শিক্ষা সংক্রান্ত তথ্য সরবরাহ করা।
- শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিষয়ে গবেষণা কার্য পরিচালনা করা।
- শিক্ষা ক্ষেত্রে আই. সি. টি. প্রশিক্ষণ প্রদান ও আই. সি. টি. শিক্ষা প্রসারে ব্যবস্থা গ্রহণ।
- উপজেলা পর্যায়ে আই.সি.টি. প্রশিক্ষণ প্রদান এবং শিক্ষার রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা।
গুরুত্বপূর্ণ কার্যক্রম
- শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অনলাইন জরিপ পরিচালনা করে বার্ষিক প্রতিবেদন তৈরি করা ও সকল Stakeholder / সংস্থাসমূহে বিতরণ।
- ব্যানবেইস এ স্থাপিত শিক্ষা সেক্টরের জাতীয় ডাটা ওয়্যার হাউসে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি এবং প্রতিনিয়ত হালনাগাদকরণের কাজ সম্পাদন।
- শিক্ষা সেক্টরে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন কার্যক্রম পরিকল্পিত ব্যবস্থাপনা অধীন নিয়ে আসার জন্য আধুনিক Education GIS (School Mapping) পদ্ধতি অবলম্বন করে তথ্য সরবরাহ।
- ব্যানবেইস এর বিশেষায়িত লাইব্রেরিকে আধুনিক অটোমেশন পদ্ধতি বাস্তবায়ন করে ডিজিটাল লাইব্রেরি পরিচালনা।
- শিক্ষার জাতীয় ডকুমেন্টেশন কেন্দ্রকে e-book পদ্ধতির আওতায় সকল ডকুমেন্ট ওয়েবসাইটে আপলোড করে সকলের প্রয়োজন অনুসারে ব্যবহারের সুযোগ সৃষ্টি করা।
- সকল শিক্ষা প্রতিষ্ঠানকে online এর আওতায় নিয়ে এসে ম্যানুয়াল পদ্ধতির স্থলে দ্রুত তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য ব্যাংক সমৃদ্ধ করা।
- উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত স্কলারশীপের আবেদন online এ গ্রহণ করে দ্রুততার সাথে যোগ্য প্রার্থী নির্বাচনের কার্যক্রম পরিচালনা।
- ব্যানবেইস এ প্রতিষ্ঠিত আধুনিক আই. সি. টি. ল্যাবকে ব্যবহার করে শিক্ষা মন্ত্রণালয়, দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীদের আই. সি. টি. বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা।
- দেশের শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা প্রসারে প্রতিটি উপজেলায় উপজেলা আই.সি.টি. ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউ.আই.টি.আর.সি.ই.) স্থাপন করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রশিক্ষিত করা এবং তৃণমূল পর্যায়ে ই-সেবা নিশ্চিত করা।
- শিক্ষা ক্ষেত্রে নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নিয়মিত গবেষণাকার্য পরিচালনা করা।
- UNESCO সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠা করা।
- টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি), ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, রূপকল্প:২০২১, রূপকল্প:২০৪১ অর্জনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা।
- স্টুডেন্ট কেবিনেট এর ফোকাল পয়েন্ট হিসাবে কার্যক্রম পরিচালনা করা।