Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

আমাদের অর্জনসমূহ

শিক্ষা মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।ব্যানবেইস-এর আওতায় প্রতিষ্ঠিত নড়িয়া ইউআইটিআরসিই ২০১৫-১৬ অর্থ বছর থেকে  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে এবং আধুনিক পদ্ধতিতে পাঠদান নিশ্চিত করতে পর্যায়ক্রমে সকল শিক্ষক-শিক্ষিকাদের ১৫ (পনেরো) দিনের বেসিক আইসিটি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে আসছে। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ০৬ (ছয়) জন প্রশিক্ষক এই প্রশিক্ষণটি পরিচালনা করেন। গত ২০১৮-১৯ অর্থ বছর থেকে কম্পিউটার হার্ডওয়্যার এন্ড ট্রাবলশুটিং বিষয়ক প্রশিক্ষন কার্যক্রম চলমান রয়েছে।  উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ০৩ (তি্ন) জন প্রশিক্ষক এই প্রশিক্ষণটি পরিচালনা করেন। এছাড়াও ২০২১-২২ অর্থ বছর থেকে ট্রেনিং অন ইন্টারএ্যাক্টিভ টিচিং লাইভ ক্লাস ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষন কার্যক্রম চলমান ছিল। 

একই সাথে বার্ষিক শিক্ষা জরিপ, স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের জিআইএস জরিপ, পিএমটি ভ্যালিডেশনসহ ব্যনবেইস এর অন্যান্য রুটিন কার্যক্রম মাঠপর্যায়ের সহায়তায় জোরদার হয়েছে। যার ফলে শিক্ষা পরিসংখ্যান সূদৃঢ় হয়েছে এবং শিক্ষাতথ্য-পরিসংখ্যান সরবরাহ সহজতর হয়েছে।

 এছাড়াও, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ের সেবাগ্রহীতাবৃন্দের জন্য পুস্তকসমৃদ্ধ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে - যা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন এবং শিক্ষা-গবেষণা বিষয়ে সহায়ক ভূমিকা রাখছে।

সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-য় উল্লেখিত Goal-4: Quality Education অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সত্তা হিসেবে ইউআইটিআরসিই, ব্যানবেইস, নড়িয়া কাজ করে যাচ্ছে।